• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

১ শতক জমি নিয়ে ঝগড়ায় নিহত এক, আটক ৩

জয়পুরহাট সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ২০:২৫
Ahazari at the house of the deceased
নিহতের বাড়ির আহাজারি

জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে জুয়েল মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহতের বাড়ি উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ তিনজনকে আটক করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল লতিফ খান জানান, শুক্রবার(২অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় মাত্র একশতক জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বাধা দিতে গিয়ে সময় প্রতিপক্ষের আঘাতে জুয়েল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিপক্ষ ওই গ্রামের আলিম হোসেন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১ 
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত