ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

গাছে বেঁধে দু’ছাত্রকে নির্যাতন, ২ ইউপি সদস্য আটক [ভিডিও]

আমির ফয়সাল, রাজশাহী

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ , ০১:২৬ পিএম


loading/img

রাজশাহীর দূর্গাপুরে ছাগল চুরির অপরাধে দু’কিশোরকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছেন ইউপি সদস্য। নির্যাতনের শিকার কিশোররা আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

বুধবার সকালে দূর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুধু নির্যাতন করে ক্ষান্ত হননি আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেব, তিনি ওই দুই ছাত্রের পরিবারের কাছ থেকে গ্রাম্য সালিশে ১৬ হাজার টাকাও জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন ও পলাশবাড়ি গ্রামের সেকু আলীর ছেলে রতন মঙ্গলবার রাতে আন্দুয়া গ্রামের ছাগল চুরি করেছে এমন সন্দেহে তাদের আটক করে শালিস বৈঠক বসানো হয়। এই শালিস বৈঠকে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।

কথিত ওই গ্রাম্য সালিশে দুর্গাপুর ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডল, ইউপি সদস্য আব্দুল মোতালেব ও হাড়িয়াপাড়া গ্রামের ইউপি সদস্য মির্জা আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গোপনে ধারণ করা ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, জার্জিস হোসেনের পিতা জিয়াউর রহমান বৃহস্পতিবার সকালে থানায় ৬ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ২ জনকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন ইউপি সদস্য আব্দুল মোতালেব এবং হাড়িয়াপাড়া গ্রামের ইউপি সদস্য মির্জা আব্দুল লতিফ।

ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডলসহ অন্যরা পলাতক রয়েছেন।

এসএস/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |