ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আরও ২

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ০৯:৩৪ এএম


loading/img
নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আরও ২ আসামি

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাসেল ও সোহাগ। মঙ্গলবার রাতে একলাশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

এদিকে গত ৫ অক্টোবর রাতে এজাহারনামীয় ৫ নম্বর আসামি সাজু ও স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করা হয়। মামলার মূল হোতা বাদলকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। গতকাল আদালতে তিনজনকে উঠানোর কথা থাকলেও সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য রেখে বাকি দুইজন বাদল ও সোহাগ মেম্বারকে উঠানো হয়। এদের প্রত্যেকের দশদিন করে রিমান্ড চাইলে পুলিশ আদালত বাদলকে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ দিন এবং পর্নোগ্রাফি মামলায়-৩ দিন রিমান্ড দেন। অপর আসামি সোহাগ মেম্বারের দুইদিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বাকি আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে। পর্যায়ক্রমে আসামিদের আদালতে তোলা হবে ও রিমান্ড চাওয়া হবে।
জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |