ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সাভারে দুই তরুণীকে গণধর্ষণের এক মাস পর ভিডিও ভাইরাল

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ০৪:০১ পিএম


loading/img
ধর্ষণ

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় দুই তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে আশুলিয়া থেকে তিনজন ও খুলনা থেকে একজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, আলামীন, জাকির, রাকিব ও শাহরুখ। এদের মধ্যে শাহরুখকে খুলনো থেকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আমরা ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের আট থেকে ১০ জনের তথ্য পেয়েছি। এদের মধ্যে চারজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। 

জানা গেছে, ভুক্তভোগী দুই তরুণী আশুলিয়ার একটি চুলের কারখানায় কাজ করতেন। প্রায় এক মাস আগে দুই তরুণী তাদের দুজন ছেলে বন্ধু নিয়ে ঘুরতে গেলে কিশোর গ্যাংয়ের কবলে পড়ে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ছেলে বন্ধুকে আটকে রাখে। এরপর পালাক্রমে ১০ থেকে ১২ জন ওই দুই তরুণীকে ধর্ষণ করে। এ সময় ভিডিওচিত্র ধারণ করে রাখে অভিযুক্তরা।

আরও পড়ুনঃ

বিজ্ঞাপন

ধর্ষকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়: কাদের

নারায়ণগঞ্জে শিশু হত্যার  দায়ে একজনের মৃত্যুদণ্ড

ঘটনার প্রায় এক মাস পর অভিযুক্ত কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হলে একটি পক্ষ দুই তরুণীকে গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

এদিকে ধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ার পর লোকলজ্জায় ভুক্তভোগী দুই তরুণী গ্রামের বাড়ি চলে যায়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |