চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ বছরের এক কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টার দায়ে মোরশেদুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
মামলা সূত্র মতে, সীতাকুণ্ড উপজেলায়, মহিমা বেগম (৪০) নামে এক মহিলা বেশি বেতনের লোভ দেখিয়ে অন্যের বাসা থেকে নিজের বাসায় নিয়ে আসে কাজের মেয়েটিকে। বাসায় নিয়ে আসার পর মোরশেদুল আলমকে ফোন করে বাসায় আনেন। এই সময় কাজের মেয়েটিকে বলেন মেয়েটিকে ওই ব্যাক্তির সঙ্গে বিবাহ দেবেন। তখন কাজের মেয়েটি বিবাহ করতে রাজি না হওয়ায় মারধর শুরু করে মাহিমা বেগম।
একপর্যায়ে মেয়েটিকে ঘরে রেখে সে বাইরে চলে যান। এ সুযোগে মোরশেদুল আলম মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মোরশেদুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাকে ধরে থানা সোপর্দ করে। গ্রেপ্তারকৃত মোরশেদুল আলম ওই এলাকার জাহিদুল আলমের ছেলে।
জেবি