ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি কালাম গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ১০:২৪ পিএম


loading/img
কালাম।

দেশব্যাপী আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। কালাম নামে ওই আসামিকে কুমিল্লার দাউদকান্দি গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। রাতেই তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন,  বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সে আত্মগোপনে ছিল। কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |