ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হেল্পারের কাছে আশ্রয় চেয়ে বাসের ভেতর ধর্ষণের শিকার নারী

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ১২:০৪ পিএম


loading/img
ধর্ষণ

যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে বাসের ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ধর্ষণের শিকার নারীর বাড়ি মাগুরার শালিকায়।

পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করতেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কন্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।

পরে মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |