• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের কথা লুকিয়ে রাখতে পারলেন না বিধবা নারী

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১২:২৬
The widow could, not hide the rape after, rtv news
ধর্ষণ

এবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরমান হোসেন লালু (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালু উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে।

গেলো বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গেলো ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিধবা ওই নারী তার বাড়িতে একাই থাকতেন। কয়েক মাস আগে আরমান ও তার তিন সহযোগী ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে আরমান তাকে ধর্ষণ করেন। এতে ওই বিধবা নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এক নম্বর আসামি আরমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
গ্যালেনটাইনস ডে: নারীদের বন্ধুত্ব উদযাপনের বিশেষ দিন
আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি