ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মিঠাপুকুরে চা দোকানদারকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ০১:৫৬ পিএম


loading/img
রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট দুর্গাপুর এলাকায় চা দোকানদার গুলশান মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বত্তরা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে গুলশান মিয়া। জায়গীর হাট বাসস্ট্যান্ডে চায়ের দোকান করে। তিনি বাসস্ট্যান্ডের কাছে দুর্গাপুর গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে এক বাসায় ভাড়া থাকেন। সোমবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্গাপুর রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা হেলমেটধারী দুই ব্যক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী গুলশান মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ

বিজ্ঞাপন

 

আবরার হত্যায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

বালিশকাণ্ডের হোতা শাহাদতের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি দেলোয়ারকে তোলা হতে পারে আদালতে

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

বাসার ছাদ থেকে লাফ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান আরটিভি নিউজকে জানান, আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |