• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

পালিয়ে গেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর (ভিডিও)

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৫:৫১

সিলেটে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যার সন্দেহভাজন আসামি বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ আকবর হোসেন ভুইয়ার মোবাইল ফোন অফ রয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি পালিয়ে গেছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলছেন, এখনও যেহেতু মামলা তদন্তে রয়েছে সেহেতু কিছু বলা যাচ্ছে না। তদন্তে যার নাম পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে।

সিলেটে আজো পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে সিলেটের বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে গতকাল সোমবার পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে।

সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

জেবি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে আওয়ামী লীগ নেতা আনা মিয়া গ্রেপ্তার
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
আকিজ কারখানায় নিহতদের বাড়িতে চলছে মাতম
আরও ৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি, একাডেমি ছাড়ার নির্দেশ