ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর জেল

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ০৬:৪৪ পিএম


loading/img
নড়াইল

মাদকসেবনের দায়ে নড়াইলের কালিয়ায় তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

 আজ মঙ্গলবার সকালে কালিয়ার ইউএনও ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীদের ওই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্তদেরকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার নড়াগাতি থানা পুলিশ দেবদুন আশ্রয়ণ প্রকল্পের পাশে অভিযান চালিয়ে মাদকসেবন কালে ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বশার শিকদারের ছেলে সবুজ শিকদারেকে (৩০) ও পৃথক অভিযান চালিয়ে চরমধুপুর গ্রাম থেকে ওই গ্রামের লিটু মোল্যার ছেলে হামিম মোল্যাকে (২৭) ও লিয়াকত আলী মোল্যার ছেলে মামুন মোল্যাকে (৪৮) মাদকসেবনকালে আটক করে।

বিজ্ঞাপন

তাদেরকে মঙ্গলবার সকাল ১১ টার দিকে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সবুজ শিকদারেকে এক বছর এবং মামুন মোল্যা ও হামিম মোল্যাকে তিন মাসের বিনাশ্রম জেলের আদেশ দেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেছেন, দণ্ডপ্রাপ্তদেরকে নড়াইল কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |