ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রতিবেশী

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ , ০৩:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে ঘরের বেড়া কেটে ধর্ষণ করতে গিয়ে লুঙ্গি ফেলে পালিয়েছেন প্রতিবেশী মামা। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, মঙ্গলবার তিন সন্তানকে বাড়িতে রেখে তাদের বাবা মা গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যায়। সন্ধ্যায় একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে বেলাল হোসেন তাদেরকে ফোন দিয়ে জানতে চায় রাতে তারা বাড়ি ফিরবে কি না? যানবাহন না পাওয়ায় তারা গ্রামের বাড়িতেই থাকবে বলে জানায়। রাত ১০টার দিকে বেলাল হোসেন টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। এরপর তিন ভাই বোনের মধ্যে বড় বোন পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় অপর দুই ভাই তাদের প্রতিবেশী মামা বেলাল হোসেনের লুঙ্গি টেনে ধরে চিৎকার শুরু করলে লুঙ্গি ফেলে পালিয়ে যান তিনি। খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে তড়িঘড়ি করে স্কুলছাত্রীর বাবা বাড়ি ফেরেন। তারা বিষয়টি গ্রামের লোকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ: একজনের যাবজ্জীবন

মুজিব কোটের অপব্যবহার রোধে প্রধানমন্ত্রীর কাছে এক শিক্ষকের চিঠি 

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের করায় ছাত্রলীগের আনন্দ মিছিল

ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আরটিভি নিউজকে জানান, ঘটনাটি স্থানীয়ভাবে শালিস করা বেআইনি হওয়ায় ভুক্তভোগীদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আরটিভি নিউজকে জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |