বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চমরপাথালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (১০) কে কয়েকদিন আগে ধর্ষণ করে একই এলাকার বাবলু শেখের ছেলে রাজীব শেখ (৩০)।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, গেল চার দিন আগে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করে রাজিব। এ ঘটনায় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে লোক লজ্জায় কাউকে কোনও কিছু না বলে বিষয়টি গোপন রাখা হয়। এতে করে ধর্ষক রাজীব বেপরোয়া হয়ে ওঠে। ফলে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা অনুমান ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় রাজিব আবারো মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকার শুনে রাজিবকে ঘরের দরজা বন্ধ করে আটক করে স্থানীয়রা। পরে রাজীবের আত্মীয়স্বজন রাজিবকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনঃ
ধর্ষণ মামলায় খালাস পেলেন অনুষ্ঠান প্রযোজক আসলাম
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে শেরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই ওই রাতেই ঘটনায় অভিযুক্ত রাজিব শেখকে উপজেলার জয়লা বটতলা থেকে গ্রেপ্তার করা হয়।
জিএম/এসএস