ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত (ভিডিও)

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ , ০৪:৫০ পিএম


বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা এলাকায় নিজ ঘরে বোমা তৈরি করতে গিয়ে  রাকিব মাল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে আন্ধারমানিক এলাকার কালাম মাল এর ছেলে রাকিব নিজ ঘরে বসে বোমা তৈরি সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন। সে ১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিলো। এসময় সেটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে এলাকাবাসী ওই ঘরে গিয়ে রাকিবের বাম পা এবং দুই হাতে গুরুত্বর জখম দেখতে পায়। ঐ রাতে রাকিবকে আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |