পঞ্চগড়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা, আটক ২
পঞ্চগড়ে কিশোরীকে উত্যক্ত করার অভিযোগে দুই তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ। তিন মাস ধরে উত্যক্ত করার কারণে ওই কিশোরী তার বাড়ির নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা বাসায় এসে ওই কিশোরীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রোববার রাতে পঞ্চগড় পৌরসভা এলাকার কামাত ঘটনাটি ঘটেছে। স্থানীয় হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়াশুনা করছে ওই কিশোরী।
আটককৃতরা হলেন কামাতপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে আহসান হাবীব (১৮) এবং তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম জনি (২৭)।
প্রতিবেশীরা জানান, আহসান আসলে এলাকায় নেশাখোর বলে পরিচিত। আহসান হাবিব প্রায় ছয় মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। রাস্তায় বের হলেই তাকে উত্ত্যক্ত করে। গত তিন মাস পূর্বে কিশোরীর বাড়িতে গিয়ে ভোর বেলা আহসান হাবিব গালি-গালাজ করে উত্ত্যক্ত করেছিল। এ নিয়ে কিশোরীর প্রবাসী ভাই ও তার বন্ধুকে দিয়ে সাবধান করেছিল। কিন্ত হাবিবের উত্ত্যক্ত করা কোনও ক্রমেই থামেনি। এ নিয়ে পঞ্চগড় পৌরসভায় উল্টো অভিযোগ করে হাবিবের পরিবার। তবে সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি বলে জানায় স্থানীয় কাউন্সিলর ওমর ফারুক জাহাঙ্গীর। তিনি বলেন, সোমবার সেই অভিযোগ নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
কিশোরীর মা রোববার রাতে সাংবাদিকদের জানায়, প্রতিনিয়ত হাবিব তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার মেয়েকে হুমকি দিয়ে আসছিল।আমার মেয়ে কিছুতেই হাবিবের সঙ্গে সম্পর্ক করতে রাজি হয়নি। রোববার সন্ধ্যার পূর্বে হাবিব ও জনি আমার বাসায় এসে মেয়েকে হুমকি দেয় যে আগামিকাল পৌরসভায় আমাদের বিচার হবে। তবে আমার সঙ্গে ভালবাসার সম্পর্ক না গড়লে মেয়েকে তুলে নিয়ে যাবে।অথবা আমাকে তিন লাখ টাকা দিতে হবে। পরে ওই দুজনের হুমকি দেওয়ার পর রাতে মেয়েটি আমার সহ্য করতে পারেনি বাধ্য হয়ে সে আত্মহত্যার চেষ্টা করেছিল।ভাগ্যক্রমে আমি তখন ঘরের ভেতর মেয়েকে দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশী মহিলারা এসে আমার মেয়েকে উদ্ধার করে। আমি আহসান হাবিব ও তার সহযোগী নজরুল ইসলাম জনির বিচার দাবি করছি। এ নিয়ে থানায় মামলা করার উদ্যোগ নিয়েছি।
এদিকে হাবিবের পরিবারের দাবি প্রতিবেশী কিশোরীর লোকজনের হাতে মারপিঠ খাওয়ার পর আহসান হাবিব কিছুটা মানসিক রোগী হয়ে যায়। এ নিয়ে আমরা পঞ্চগড় পৌরসভায় অভিযোগ করেছি বিচারের জন্য। তবে আহসান হাবিবের কারণে না অন্য কারণে ওই মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে এটা আমাদের জানা নেই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহাম্মেদ কিশোরীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি
মন্তব্য করুন