ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

তাড়াশে লড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২০ , ১১:২২ এএম


loading/img
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় লরি ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনেই লরি ও ট্রাকের চালক।   হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার খালাকুলা এলাকায় লরি ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন লরিচালক নোয়াখালীর চরজব্বার থানার আইয়ুব আলী (২৮) ও ট্রাকচালক রাজশাহীর বাঘা থানার জামিরুল ইসলাম (৪৩)।   হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালাকুলা এলাকায় লরিটি এলে রাজশাহী থেকে ঢাকাগামী আলুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরি ও ট্রাকের চালক নিহত হন।   

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |