ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নড়াইল সাব রেজিস্ট্রি অফিসের ২০ লাখ টাকা আত্মসাৎ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ , ০৬:৫৬ পিএম


loading/img
নড়াইল

নড়াইল সদর সাবরেজিস্ট্রি অফিসের ১৯ লাখ ৭৪ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করা হয়েছে। অফিসের পিয়ন মো. তরিকুল ইসলাম সোনালী ব্যাংক নড়াইল শাখা থেকে ওই টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সদর থানায় মামলা করেছেন সাবরেজিস্টার মো. শাহজাহান মোল্লা।

বিজ্ঞাপন

জানা গেছে, সোনালী ব্যাংক নড়াইল শাখায় সদর সাব রেজিস্ট্রি কার্যালয়ের ২৫০৭২০২০০০৮৩০ নম্বরের একটি সঞ্চয়ী হিসাব আছে। হিসাবটি সাবরেজিস্টারের স্বাক্ষরে পরিচালিত হয়। ওই হিসাব থেকে গত এক অক্টোবর ৯ লাখ ৫২ হাজার ২৪০ টাকা ও ২৯ অক্টোবর ১০ লাখ ২২ হাজার ২০০ টাকা তুলে নেওয়া হয়।

মামলার এজাহারে শাহজাহান মোল্লা  বলেন, গত সোমবার ওই হিসাবে খোঁজ নিয়ে জানা যায়, ওই হিসাব থেতে ১৯ লাখ ৭৪ হাজার ৪৪০ টাকা তুলা নেওয়া হয়েছে। তখন ব্যাংকের সিসি ফুটেজ দেখে বুঝা যায় সাবরেজিস্ট্রি কার্যালয়ের পিয়ন মো. তরিকুল ইসলাম এর সঙ্গে জড়িত। তিনি ওই টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। সোমবার বিকেলে জেলা রেজিস্টার ও অফিসের অনেকের সামনেই তরিকুল টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

জেলা রেজিস্টার মো. আব্দুর রহিম বলেন, 'তরিকুল আজ মঙ্গলবার অফিস করেনি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ  নিতে থানায় এজাহার দেওয়া হয়েছে।' তরিকুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগ করে বন্ধ পাওয়া গেছে।

ব্যবস্থাপক মো. আবু সেলিম বলেন, 'স্বাক্ষর মিলিয়ে দেখা গেছে দুই চেকের স্বাক্ষরই সাবরেজিস্টারের করা। আমার কাছে তিনি স্বীকারও করেছেন যে এটি তার স্বাক্ষর ।

সাবরেজিস্টার মো. শাহজাহান মোল্লা এ ব্যাপারে কোনও মন্তব্য  করতে রাজি হননি।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত  সাহা আরটিভি নিউজকে বলেন, এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত অপরাধ। তাই থানায় জিডি করে দুদকে পাঠানো হচ্ছে।'

জেবি/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |