• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

মাদারীপুরে সরকারি জমিতে ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২০, ০৮:৫১
25 injured in clash over construction, of houses on government, rtv news
মাদারীপু

মাদারীপুরে সরকারি জমিতে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সীমানবর্তী উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামের সীমানাবর্তী এলাকায় মস্তফাপুর ইউনিয়নের আট নম্বর ইউপি সদস্য জালাল মাতুব্বর খাস জমিতে একটি দোকান ঘর নির্মাণ করতে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ইউসুফ বেপারী তার লোকজন নিয়ে বাধা দেন।

পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা আরটিভি নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য: তথ্য উপদেষ্টা
অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড
আন্দোলনে আহত শিক্ষার্থীদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর: ফরিদা আখতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬