ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আকবরকে দুপুরে আদালতে তোলা হবে

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ , ১০:৪৬ এএম


loading/img
পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন

সিলেটে গ্রেপ্তার হওয়া পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে আজ আদালতে তোলা হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার পরে যে কোনো সময় সিলেট মহানগর হাকিম আদালতে তুলে তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান। 

তিনি জানান, সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ডের আবেদন করা হবে।

বিজ্ঞাপন

রায়হান নিহতের সময় আকবর বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই রায়হানকে নির্যাতন করা হয় বলে আদালতকে জানিয়েছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য পুলিশ সদস্যরা। এর আগে সোমবার রাতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে রায়হান আহমদকে পিবিআই'র কাছে হস্তান্তর করা হয়। পিবিআই'র একটি দল পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে যায়। 

সন্ধ্যায় কানাইঘাট থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আকবরকে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। এর আগে সোমবার সকালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আকবরকে। ভারতে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জিএম/জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |