• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাজারের ব্যাগে ছিলো দুই কেজি হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২০, ১৯:৫৫
There were two kilograms, of heroin in the market, rtv news
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে দুই কেজি হেরোইনসহ আটক সুমন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে একটি বাড়ি তল্লাশি করে দুই কেজি হেরোইনসহ বাড়ির মালিক সুমনকে আলীকে (৩৮) আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বাড়ির একটি ঘরের ওয়ালের পেরেকে ঝোলানো কাঁচা বাজারের ব্যাগে হেরোইনগুলো রাখা ছিল। আজ মঙ্গলবার দুপুরে অভিযানের এ তথ্য গণমাধ্যমকে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

আটক সুমন আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঁঠালিয়াপাড়ার গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সুমন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সুমন আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সীমানা প্রাচীর টপকে পালানোর চেষ্টা করলেও পুলিশের কাছে ধরা পড়ে। পরে তাকে আটক করে বাড়ি তল্লাশি করা হয়। এ সময় সুমনের নিজ ঘরে ওয়ালে পেরেকে ঝোলানো একটি কাঁচা বাজার করার ব্যাগে হোরোইন গুলো পাওয়া যায়। যার ওজন দুই কেজি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক