ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ষণ শেষে ফিরে যাওয়ার সময় চাচাতো ভাইকে জাপটে ধরলো তরুণী

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২০ , ১০:১২ পিএম


loading/img
ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হুমায়ুন উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীকে প্রায়ই উত্ত্যক্ত করতো তার চাচাতো ভাই বখাটে হুমায়ুন। আজ বুধবার সকালে তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে সে। একপর্যায়ে হুমায়ুন চলে যেতে চাইলে তাকে জাপটে ধরে চিৎকার দেয় ওই তরুণী।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা হুমায়ুনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |