ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাজীর প্রস্তাবে রাজি না হওয়ায় সর্বনাশ তরুণীর

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ , ০৭:০৬ পিএম


loading/img
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কাজী ইউসুফ আলী

ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামের এক কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার চণ্ডাইল এলাকা থেকে অভিযুক্ত কাজী ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে কাজীর কাজ করতেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক শ্রমিক ওই ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে প্রায় এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় আট থেকে নয় মাস আগে ওই নারী এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী কাবিননামা বৃদ্ধি করার প্রলোভন দেখায়। পরে গেলো ৯ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভোগীকে কাবিন নামা এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন। পরে অনৈতিক প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে আজ দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |