চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ও কদলপুর এলাকা থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে দিকে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে গহিরা ইউনিয়ননের দলইনগর ওয়ার্ডের পুকুর থেকে নাছরিন আক্তার সুর্বনার মরদেহ উদ্ধার করা হয়েছে।
চারদিন আগে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো নাছিরন। মরদেহ উদ্ধারের পর আজ দুপুর ১২টার দিকে এসে নাছিরনের স্বামী ও বোন এসে মরদেহ শনাক্ত করে।
তিনি আরও বলেন, মরদেহের আলামত দেখে মনে হচ্ছে নাছিরনকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। কেন তাকে হত্যা করেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, কদলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জেবি