বরিশাল মুক্ত দিবসে নগরীর ওয়াপদা কলোনিতে পাকিস্তানি হানারদার বাহিনীর টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় প্রকল্প কাজের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ক্যাম্প তৈরি করেছিল পানি উন্নয়ন বোর্ডের ভবনগুলোয়। বিভিন্ন জায়গা থেকে সেখানে মুক্তিযোদ্ধা, নিরীহ জনতা ও নারীদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দিতো। এই নির্মম স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে বরিশাল সিটি করপোরেশন। এতে করে একাত্তর পরবর্তী প্রজন্মের তরুণরা সেই নির্মম ঘটনা উপলব্ধির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় তাদের অনুপ্রাণিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সাদেকুল আরেফিন, নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
জেবি