ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নরসিংদীতে সংবর্ধনা পেলো ৫ জয়িতা

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ , ০৩:৫২ পিএম


loading/img
নরসিংদীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

নরসিংদীর  পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন

পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা সাব রেজিস্টার আফসানা বেগম, উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে নিলুফা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হাসিনা বেগম, সফল জননী নারী হিসেবে জেবুন্নেসা হোসেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে সুলতানা ইয়াছমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সেলিনা আক্তারকে এ সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |