ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে তিন কনটেইনার কসমেটিক জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ , ০৬:২৯ পিএম


loading/img
চট্টগ্রাম

কম শুল্ক হারের কৃষিযন্ত্রের লাঙ্গল ঘোষণা দিয়ে উচ্চ শুল্ক হারের শর্তযুক্ত কসমেটিকস আমদানি করার ঘটনায় তিন কনটেইনার কসমেটিক জব্দ করা হয়েছে।  চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানিয়েছেন, ঢাকার চকবাজারের সালেহ ট্রেডিং তিনটি কন্টেনার দিয়ে পাওয়ার টিলারে ফাল/লাঙল আমদানির ঘোষণা দিয়েছিলো।

বিজ্ঞাপন

যার পরিমাণ ছিলো ৩০ হাজার কেজি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিমের কাছে গোপন সংবাদ ছিলো আমাদানিকারন মিথ্যা ঘোষণা দিয়ে উচ্চ শুল্ক হারের আমাদানি শর্তযুক্ত পণ্য বিদেশি কসমেটিকস আমদানি করছে। পণ্যের চালান নিয়ে জাহাজটি জানুয়ারির ১১ তারিখে চট্টগ্রাম বন্দরে আসলেও  আমাদানিকারক প্রতিষ্ঠান মাল খালাসে কোনও কাগজপত্র দাখিল করেনি। ফলে আজ বৃহস্পতিবার এ আই আর  টিম তিনটি কন্টেনার ফোর্স কিপ ডাউন করে মিথ্য ঘোষণায় আনা উচ্চ শুল্কহারের কসমেটিক পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, কসমেটিকস আমদানি করে আনুমানিক দুই কোটি ৫০লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করছিলো আমাদানিকারক প্রতিষ্ঠান। এখন আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |