ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পুত্রবধূকে ধর্ষণ করে গ্রাম ছাড়লেন শ্বশুর

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ , ০৭:৪০ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গেলো বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়।

বিজ্ঞাপন

এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া ছেলের বৌকে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গৃহবধূ নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো. হুমায়ুন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |