সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ১১:৪০ এএম


সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জন আটক

বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বুধবার মধ্যরাতে তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুশখালি গ্রামে একটি জঙ্গলের মধ্যে জড়ো করে রাখা হয়। খবর পেয়ে তাদেরকে আটক করে বিজিবি। তাদের মধ্যে  ৪ নারী ও ৭ পুরুষসহ ১৩ জন শিশু রয়েছেন।

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটককৃতরা কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল বলে জানিয়েছে। তাদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

তিনি জানান, তাদের কাছে ভারতে যাতায়াতের জন্য কোনো বৈধ কাগজপত্র নেই।

বিওপি কমান্ডার জানান, তাদেরকে বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সাতক্ষীরা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন , তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন , তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গির। তাদের সঙ্গে রয়েছে আরো ১৩ জন বিভিন্ন বয়সের শিশু।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission