ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যশোরে বইছে শৈত্যপ্রবাহ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ০৩:৩৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

যশোরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬। জেলার অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ অবস্থা আরও তিন থেকে চার দিন থাকতে পারে।

বিজ্ঞাপন

পৌষের শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ঘনকুয়াশা ও উত্তরের বাতাসে মানুষের জীব জুবুথবু অবস্থা। আকাশে কুয়াশায় ঢাকা থাকছে সূর্য। হিমশীতল বাতাস আর কুয়াশা।

জীবন জীবিকার খোঁজ শীতের কুয়াশাকে উপেক্ষা করে নিজ পরিবারের সবার মুখে হাসি ফুটাতেই প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে মানুষ।

এদিকে যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটি ও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ যশোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ সানজিদা তিষা এ তথ্য নিশ্চিত করেছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |