সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নুতন কোর্ট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হন তিনি।
পুলিশ জানিয়েছে, গাউছের বিরুদ্ধে বিদ্যুৎ বিল সংক্রান্ত দুইটি মামলার ওয়ারেন্ট আছে। একটি মামলায় তিনি ৩ বছরের সাজাপ্রাপ্ত। তবে গাউছের পরিবার দাবি করেছে, সব বিল পরিশোধ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন আরটিভি নিউজকে জানান, বিদ্যুত মামলায় পরোয়ানা থাকায় গোলাম গাউসকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে গাউসকে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গোলাম গাউস ১৯৮৯ সালে অনূর্ধ্ব ১৬ তে খেলেছেন। এছাড়া দু’টি সাফ গেমসসহ ১৯৯১ সালে শ্রীলংকায় ও ১৯৯৩ সালে ঢাকায় জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আবাহনী ক্রীড়া চক্রে ছিলেন গাউস। ইস্ট বেঙ্গলের হয়ে কোলকাতা লীগে খেলে সুনাম অর্জন করেছেন গাউস। তিনি মুক্তিযোদ্ধা সংসদ দিয়ে ১৯৯৯ সালে ফুটবল ক্যারিয়ার শেষ করেন।
এসএস