ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ১

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১২:৩৬ পিএম


loading/img
আরটিভি নিউজ

জয়পুরহাটের অপহৃত দুইজনসহ অপহরণকারী চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সদরের বেলতলী-চকবাইপাস রোডের ভিটি গ্রামের একটি দুর্গম জঙ্গল থেকে র‌্যাবের অভিযানে দুই ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃতরা হলেন, সদরের চকদাদরা (উপরচক) গ্রামের মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০), পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিন খানের ছেলে তারাজুল ইসলাম (২৮)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

অপহরণকারী হলেন সদরের ভিটি (মণ্ডলপাড়া) গ্রামের দুলু মিয়ার ছেলে শাহীনুর রহমানকে (২৪) মুক্তিপণের  এক লাখ টাকা ও ভিকটিমদের শারীরিক নির্যাতনে ব্যবহৃত লাঠিসোটাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ (পিপিএম) জানান, দুইজন নিরীহ ব্যক্তিকে কতিপয় অপহরণকারী সদরের ভিটিপাড়া এলাকায় একটি গোপন স্থানে জোরপূর্বক আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অপহৃত ভিকটিমদ্বয়কে উদ্ধার করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদানপূর্বক তাদের আত্মীয়-স্বজনের জিম্মায় প্রদান করে এবং তাদের পরিবারকে জয়পুরহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়।  এ ব্যাপারে জয়পুরহাট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |