যশোরের অভয়নগরে পাঁচ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।
আটক জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার লাল্টুর বাড়িতে ভাড়া থাকেন।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল নয়টার দিকে ভুক্তভোগী শিশুটি (৫) আরেকটি শিশুর (৮) সঙ্গে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিলো। এ সময় আব্দুল জলিল মোল্লা পাঁচ টাকা দেয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর সে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই শিশুর মা তাকে খুঁজতে গিয়ে বৃদ্ধের ঘরের মধ্যে খাটের ওপর মেয়েকে শুয়ে থাকেত দেখতে পান। পরে জলিল মোল্লা দ্রুত পালিয়ে যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় আব্দুল জলিল মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন :
-
আট বন্ধুর পালাক্রমে ধর্ষণে অজ্ঞান নারী, মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি
-
নোয়াখালীতে এবার তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতন
-
ধর্ষণের শিকার তরুণী বিয়ের আশায় নিয়মিত শারীরিক সম্পর্ক মেনে নিয়েছিল
-
খালুর ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাগ্নি
-
মাকে পাশের রুমে রেখে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত কিশোরী
জেবি