লন্ডন প্রবাসী উৎপল বিশ্বাসের উদ্যোগে রাজবাড়ীর জঙ্গল ইউনিয়নের চারশ গরিব, দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বন্যাতৈল কালি মন্দির প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন অনুপ কুমার বিশ্বাস, কমল কুমার, রাজ কুমার মণ্ডল ও সুখদেব কুমার বিশ্বাস।
কম্বল বিতরণ সভায় বক্তারা বলেন, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নিপেন্দ্র বিশ্বাসের ছেলে সফটওয়ার ইঞ্জিনিয়ার উৎপল কুমার বিশ্বাস করোনার সময় জঙ্গলের অসহায় মানুষের জন্য খাদ্য, ওষুধ ও স্যানিটেশনের ব্যবস্থা করেন।
তিনি জঙ্গল ইউনিয়নের ১০টি এলাকায় সনাতনধর্মীয় শিশুদের জন্য শিশু শিক্ষালয় পরিচালনা করেন।
এছাড়াও তিনি বিভিন্ন জনহিতকর কার্যক্রমের মাধ্যমে জঙ্গল ইউনিয়নের প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। এ লক্ষেই বুধবার অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুধু শীতবস্ত্রই না পর্যায়ক্রমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগিতা করবেন তিনি।
জেবি