ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভারত থেকে ফিরেই গলায় ফাঁস দিয়ে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ , ০৯:০৮ এএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামের ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে পদ্মা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের তন্দ্রালয় ছাত্রাবাসের পঞ্চম তলায় একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

জাফর শরীফ রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার শশান রোডে। বাবার নাম মোজাম্মেল হোসেন। করোনা ছুটির পর তিনি ভারতে চলে যান। গত ৩ দিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন বলে জানা গেছে।ৎ

বিজ্ঞাপন

সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার জানান, মৃত ইকবাল জাফর তার কক্ষে বিছানার চাদর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন। তার সতীর্থরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে বারিন্দ মেডিকেলে নিয়ে আসে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে বলা যাবে না। 

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তবিবুর রহমান শেখ জানান, ঘটনাটি শুনে তারা এসেছেন এবং শিক্ষার্থীদের কাছে তথ্য সংগ্রহ করছেন। তবে তিনি মানুষিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানতে পেরেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |