দীর্ঘ ১২ বছর পর নারী নির্যাতন মামলায় রংপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আকমল হোসেনের ১৩ বছর বয়সী শিশু কন্যা রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ের কাছে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষক আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষক আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছে ছিল। এ ঘটনায় শিশুটির বাবা আকমল হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
এসএস