ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ট্রলির ধাক্কায় চার বছরের শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ , ০৬:৪৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহারে ইটবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তাহুদা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলাদীপুর (বাদচহেড়া) গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে,  শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার আলাদীপুর (বাদ চহেড়া)  গ্রামের শাওনের চার বছরের শিশু তাহুদা রাস্তায় খেলা করছিলো। এমতাবস্থায় নিতপুর হতে দিঘীরহাটে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রলির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |