বগুড়ায় ভেজাল মদ খেয়ে আজ ছয় জনের মৃত্যু হয়েছে। আর গতকাল গাজীপুরে একটি রিসোর্টে মদপান করে দুই জনের মৃত্যু হয়। এরআগেও দেশের বিভিন্ন এলাকায় ভেজাদ মদ খেয়ে মানুষের মৃত্যু হয়েছে। এবার সেই ভেজাল মদের কারখানার খোঁজ পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি)।
রাজধানীতে ভেজাল মদের কারখানায় অভিযান চালাচ্ছে মহানগর গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ভাটারা এলাকায় শুরু হয় এই অভিযান।
ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় যে বিষাক্ত মদপান করে মানুষের জীবননাশের ও হতাহতের ঘটনা ঘটেছে, সে মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান পরিচালনা করছে গোয়েন্দা গুলশান বিভাগ।
ভাটারার ১০৮৮ নম্বর খিলবাড়ির টেক মুক্তি পল্লী, ইউনিয়ন পরিষদ রোডে চলছে এই অভিযান। ডিসি আরও বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
মদপানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার এক বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এ ঘটনায় শারীরিক সম্পর্কের বিষয়ও রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এফএ