ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

অজ্ঞানামা নারীর হাতটি ট্রেনের চাকার সঙ্গে গেলো ৭ কিলোমিটার

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:৪১ পিএম


loading/img
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় রেলস্টেশনের আউটার এলাকা থেকে প্রায় ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খানাবাড়ি ও আমিরগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আজ সকাল সাতটার দিকে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনটির নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে প্রায় সাত কিলোমিটার দূরে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে।

আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানান, আমার কয়েকজন রেলকর্মী রেললাইন পর্যবেক্ষণ করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত ওই নারীর ছিন্নবিচ্ছিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে নারীর মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. শাহ আলম মিয়া আরটিভি নিউজকে জানান, আজ বৃহস্পতিবার নয়টার দিকে খানাবাড়ি ও আমিরগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে নারীর কাটা হাতটি উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা করছি আমরা। ধারণা করছি চাকার ওপরিভাগের কোনও অংশের সঙ্গে আটকে গিয়ে হাতটি এখানে এসে পড়েছে। নারীর পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |