ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বরিশালে পাঁচ জয়িতাকে সম্মাননা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৪৪ পিএম


loading/img
ছবি সংগৃহীত

তোমরাই বাংলাদেশের বাতিঘর এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে জয়িতা সন্মাননার আয়োজন করে মহিলা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি সভা কক্ষে মহিলা অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় প্রর্যায়ে পাঁচ ক্যাটাগড়িতে পাঁচ জন শ্রেষ্ঠ ও পাঁচ রানার আপ জয়িতাসহ ত্রিশজনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রশান্ত কুমার দাস,ঝালকাঠী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা)।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |