উচ্চ মূল্যের ১৪০৭ বস্তা শ্যামা চালের বস্তা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস। ভারতীয় উচ্চ মূল্যের চালের বস্তাগুলো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে জব্দ করা হয়। এসব চালের বস্তা অননুমোদিত ছাড়াই তিন ট্রাক ভর্তি করা হয়েছিল। জব্দকৃত চালের ওজন ৮৭ মেট্রিক টন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে এসব চাল জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কনিষ্ঠ মাঠ কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার বলেন, ভারতীয় ট্রাক ভর্তি এক হাজার ৪০৭ বস্তা শ্যামা চাল জব্দ করা হয়। এগুলো বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত করে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এফএ