ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

‘ঈশ্বরই বাঁচিয়েছেন, নয়তো উপহারের ঘর প্রাণ নিতো’

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:৪৭ পিএম


loading/img
‘ঈশ্বরই বাঁচিয়েছেন, নয়তো উপহারের ঘর প্রাণ নিতো’

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি-অনিয়ম প্রবেশ করছে। এই অনিয়ম থেকে বের হওয়া কঠিন হয়ে পরছে। অনিয়ম-দুর্নীতির কারণেই হয়তো মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেওয়া মানুষের সবচেয়ে বড় উৎসবটি দু’একটি ঘটনায় প্রশ্ন ওঠেছে।

বিজ্ঞাপন

মুজিববর্ষ উপলক্ষে দেশে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছিলেন সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামের বশির উদ্দিন। তার ভূমি ও ঘর থাকার পরেও আশ্রয়ণ প্রকল্পের ঘর তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে সরকারের দেওয়া ঘরের চাবি স্থানীয় এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের কাছে ঘরের কাগজপত্র ফেরত দেন বশির।

আরো পড়ুন... বিশ্বে স্বর্ণের দাম কমলেও দেশীয় বাজারে সিদ্ধান্ত এখনই নয়

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে বরগুনা তালতলীতে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের কাজ চলছে। এসব ঘরের মধ্যে একটি ঘর পেয়েছিলেন ওই উপজেলার বেহেলা গ্রামের মৃত রাজেস্বরের স্ত্রী বৃদ্ধা উরমিলা (৬৫)। কিন্তু ঘরের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়ে তার ঘরের একটি দেয়াল।

রাজেস্বরের স্ত্রী উরমিলা বলেন, ঘরের দেয়ালটি ভেঙে পড়ার ২ মিনিট আগে ঘর থেকে বাহিরে বেরিয়েছিলাম। নয়তো সরকারের দেওয়া এ ঘর আমার প্রাণ কেড়ে নিত। ঈশ্বরই আমাকে বাঁচিয়ে রেখেছেন তা না হলে দুই মিনিট আগে ঘর থেকে বের না হলে ইট চাপা পড়ে প্রাণ যেত।

স্থানীয়দের অভিযোগ, সরকারের দেওয়া ঘরের জন্য ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করে ঘর নির্মাণ করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা পিআইও কর্মকর্তা রুনু বেগমের মোবাইলে ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো পড়ুন... ওয়েস্টার্ন ড্রেসে কু-কর্মের মহারাণী ডিজে নেহার রঙিন জগৎ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, আমি এমন ঘটনা শোনার পর সরেজমিনে যাই এবং জানতে পারি নরম মাটিতে লবন পানি দিয়ে সিমেন্ট-বালু মেশানো হয় এ কারণে এমন অবস্থা হয়। তবে পুনরায় নতুন করে কাজ শুরু করা হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যদের কাজ তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |