পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্যাংকের পরিচালক এএসএম ফিরোজ আলমের সহযোগিতায় বুধবার রাতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পটুয়াখালীর শাখা প্রধান মাসুদ ইকবাল, শাখা ব্যবস্থাপক (অপারেশেন) মো. তরিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল করিম ও জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা।
বিজ্ঞাপন
ব্যাংক কর্তৃপক্ষ জানান, প্রতি বছরের মতো এই বছরও পটুয়াখালী এলাকার অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, গরীব-দুঃস্থ ও বৃদ্ধাশ্রমে বসবাসকারী বৃদ্ধদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জেবি