নড়াইলে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ কিংস সোহানী স্পোর্টসের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম সোহানী ফুটবল একাদশ নড়াইল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ দুই গোলে টিম সোহানী একাদশ নড়াইলকে পরাজিত করে।ব্যারিস্টার সৈয়দ সুমন একাদশের হয়ে রিংকু ও ব্যারিস্টার সুমন ১ টি করে গোল করতে সক্ষম হন।
খেলাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন,পুলিশ সুপার জসীম উদ্দিন পিপিএম বার, এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন,কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা ইমাম আলী খান, লোহাগড়া থানা পুলিশের অফিচার্জ ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানসহ আরও অনেকে।
এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং সংসদ মাশরাফিকে তিনি ধন্যবাদ জানান এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।
শেষে বিজয়ী দলের অধিনায়ক ব্যারিস্টার সুমনের হাতে ট্রফি তুলে দেন গোলাম মর্তুজা স্বপন।
জেবি