নির্বাচনে কারচুপি, জাল ভোট, ব্যালট পেপার ছিনিয়ে নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইমাম হোসেন।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচনী পরিচালনা অফিসে সাংবাদিক সম্মেলনে প্রার্থী নিজে এই ঘোষণা দেন।
বিএনপির প্রার্থী অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। প্রশাসন আমাকে যে আশ্বাস দিয়েছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার। কিন্তু তার কোনও কিছুই হয়নি।
তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম। নৌকার প্রার্থী ছেলে একজন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি নিজে ব্যালট পেপার নিয়ে সিল মেরেছেন। তারা ভর্তি করেছে প্রতিটি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করেছে।
আরও পড়ুন :
এসএস