ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঘুরেফিরে দিনদুপুরে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক, দেখে ফেললো রাজমিস্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:১১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

কুমিল্লার  নাঙ্গলকোট  উপজেলার মেরকট গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন নামের তিন সন্তানের জনককে আজ বৃহস্পতিবার আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

এলকার মোতালেব হোসেন, আবুল কাশেম, ইউপি সদস্য জহির জানান মানসিক প্রতিবন্ধী ওই তরুণীকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে গেলো মঙ্গলবার দুপুরে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘোরাঘুরি করতে থাকলে তরুণীকে স্কুলের পেছনের বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করে মোশাররফ হোসেন। এ সময় বেলঘর গোসাই বাজার সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজে নিয়োজিত হাবিব নামের এক রাজমিস্ত্রী ঘটনাটি দেখে ফেলে। বৃহস্পতিবার ঘটনাটি  জানাজানি হলে স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষক  মোশাররফ হোসেন উপজেলার  মেরকট ফকির বাড়ির মৃত আব্দুল  খালেকের ছেলে ।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রকিবুল ইসলাম আরটিভি নিউজকে জানান, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জেবি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |