ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:৩৮ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভারসহ চারজন আহত হয়েছেন। এতে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুরের দিকে চন্দ্রঘোনা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি বান্দরবানে উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকটি ব্রিজের ওপর উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এতে বড় ধরনের হতাহতের কোনও ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে বান্দরবান জেলার সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আরটিভি নিউজকে জানান, সকালে চন্দ্রঘোনা থেকে পাথরভর্তি ট্রাকটি রাঙ্গামাটির রাজস্থলী-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার প্রধান সড়কের বেইলি ব্রিজে উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে।আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |