টাঙ্গাইল শহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের দিঘুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মঞ্জু আক্তার (৩৭)। তিনি ওই এলাকার মৃত নুর হোসেন তুতুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।
বিষয়টি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি শওকত আলী গোপনে মঞ্জু আক্তারকে বিয়ে করে। পরে তারা দিঘুলিয়া এলাকায় বসবাস করতে থাকেন। এলাকার লোকজন তাদের বিয়ের বিষয়টি জানতো না।
মঙ্গলবার রাতে তারা দুজনে একসঙ্গে খাওয়া শেষে কথাবার্তা বলার একপর্যায়ে মঞ্জু আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের বিয়ের কাবিননামা পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে রাখে। পরে পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ওসি মীর মোশারফ হোসেন আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেবি