কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০১৭ সালে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়রম্যান রফিকুল ইসলাম রেনুসহ আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মী।
আজ বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।রায়ে তিনি সকল আসামিকে খালাস প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সংসদ নির্বাচন উপলক্ষে এক কর্মী সভার আয়োজন করে।
তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিন সমর্থিত আওয়ামী লীগের নেতকর্মীরা একই স্থানে কর্মীসভার আহ্বান করলে স্থানীয় প্রশাসক ১৪৪ ধারা জারি করেন। উভয়পক্ষের লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে কর্মীসভা করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই প্রক্ষিতে উপজেলা চেয়ারম্যান সমর্থিত লোকজনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত মামলায় আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন।
জেবি