ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:১৬ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের ১১টি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার রাতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বুচিতলা গ্রামের ফুলবাড়ী সড়কের উপর অভিযান চালানো হয়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় সড়কের উপর থেকে দুই কেজি ৪১৬ গ্রাম  ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

 তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |