ফেনীর দাগনভূঞা উপজেলায় রাজাপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম (২৩) উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের চুন্দাপুর গ্রামের কামাল মেম্বারের বাড়ির মৃত মাহমুদুল হকের ছেলে।
আরও পড়ুন : তালিকা থেকে বাদ পরার খবর শুনে মুক্তিযোদ্ধার মৃত্যু, এরপর রাষ্ট্রীয় মর্যাদা
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর মা রিনা আক্তার বাদী হয়ে বখাটে মো. জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরীর মা জানান, বখাটে মো. জাহাঙ্গীর আলম ফার্নিচার দোকানে কাজ করতো। বিভিন্ন সময়ে তিনি আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার মেয়ে তার কর্মস্থল ফার্নিচার দোকানের পেছনে ছাগল পাহারা দিতে গেলে বখাটে আমার মেয়েকে জোর করে ফার্নিচার দোকানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেরে ফেলার হুমকি দেন। ধর্ষকের হুমকির কারণে মামলা করতে দেরী হয়েছে বলেন তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পেয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন :
-
রাজধানীর যেসব এলাকার বাসিন্দারা পাচ্ছেন প্রিপেইড গ্যাস মিটার
-
ফেসবুক পেজ নিয়ে যা বললেন ‘দ্য ফিনিশার’ নাসির
-
বিসিএস পরীক্ষা কাল হলো চিকিৎসক দম্পতির
এসএস